বরিশালে এনজিও কর্মীকে উত্ত্যক্ত করায় এক বছরের জেল

বরিশালের বানারীপাড়ায় এক এনজিও কর্মীকে উত্ত্যক্ত (ইভটিজিং) করায় সুজন রায় নামের এক বখাটেকে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
গত সোমবার সন্ধ্যায় ওই উপজেলার ইলুহার এলাকায় এক নারী এনজিও কর্মীকে উত্ত্যক্ত করায় বখাটে সুজন রায়কে (২১) আটক করে পুলিশ।
পরে ওই রাতে তাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীশাত শারমীনের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেন।
দন্ড ঘোষণার পর পরই তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয় বলে জানান বানারীপাড়া থানার এসআই হাফিজুর রহমান।