বরিশালে কবি জীবনানন্দ দাশের প্রয়ান দিবসে শ্রদ্ধা

বরিশালে কবি জীবনানন্দ দাশের প্রয়ান দিবসে শ্রদ্ধা

বরিশালে কবি জীবনানন্দ দাশের ৬৭তম প্রয়ান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নগরীর শিল্পকলা একাডেমীর উন্মুক্ত মঞ্চে জীবনানন্দ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা, কবিতাপাঠ সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জীবনানন্দ দাশের স্মৃতি সহ তার বাড়ি ও সম্পদ রক্ষার দাবী জানানো হয়। বরিশাল শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চকে কবি জীবনানন্দ দাশ মঞ্চ নামকরণের দাবি জানান কবিরা। 

কবির জীবনের ওপর আলোচনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, সরকারি ব্রজমোহন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ হালদার ও কবি হেনরী স্বপন।

এর আগে ব্রজমোহন কলেজ প্রশাসন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

শুক্রবার সকালে কবি জীবনানন্দ দাশ মিলনায়তন ও পাঠাগারে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব।

উপস্থিত ছিলেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশ, জাতীয় কবিতা পরিষদ বরিশালের সভাপতি তপঙ্কর চক্রবর্তী, ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক স. ম ইমামুল হাকিম এবং ছড়াকার দীপঙ্কর চক্রবর্তী ,বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য আজমল হোসেন লাবু,ববির রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ,সাংবাদিক সৈয়দ মেহেদী,উত্তরণ সভাপতি জুবায়ের হোসেন সাহেদ,প্রগতি লেখক সংঘ ও সংস্কৃতি পরিষদ এর কর্মীরা।