বরিশালে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

বরিশালে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু


বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুই রোগীর মৃত্যুর হয়ছে।


গত বৃহষ্পতিবার দিবাগত রাতে একজন ও শুক্রবার ভোরে অন্যজন হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানাগেছে, ভোলার চরফ্যাশনের বাসিন্দা তাসলিমা (২০) গত ৯ মে সকালে করোনা উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়। এরপর গত বৃহষ্পতিবার দিবাগত রাত সোয়া ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে মৃত্যুর আগে তার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্টে করোনা নেগেটিভ আসে।

অন্যদিকে বরগুনা জেলার বামনা উপজেলার বাসিন্দা ৭২ বছরের এক বৃদ্ধ (মুক্তিযোদ্ধা) গতকাল শুক্রবার ভোর ৪ টা ১০ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যুবরণ করেন। তিনি গত বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১ টায় হাসপাতালের মেডিসিন-৩ ইউনিটে ভর্তি হন। তার শরীরে করোনার উপসর্গ থাকায় সেখান থেকে করোনা ওয়ার্ডে প্রেরণ করা হয়। করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা, বাকির হোসেন বলেন, বৃহষ্পতিবার রাতে এবং শুক্রবার সকালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন দুই রোগীর মৃত্যু হয়েছ। তাদের দুজনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এক জনের করোনা নেগেটিভ এসেছে। অন্যজনের রিপোর্ট পাওয়া যায়নি।