বরিশালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ৩জনের মৃত্যু

বরিশালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ৩জনের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৩জন রোগী মারা গেছেন। তাদের মধ্যে এক জনের করোনা রিপোর্ট পাওয়া গেছে। তিনি করোনা নেগেটিভ ছিলেন। বাকি দুইজনের নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটের সময় বরিশাল সিটি করপোরেশনের রায়পাশা এলাকার শামিমা (৩৬) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি গত ১৮ জুন হাসপাতালের সিসিইউতে ভর্তি হন। সেখান থেকে গতকাল শুক্রবার ১টা ২৫ মিনিটের সময় তাকে করোনা ওয়ার্ডের পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ২০ মিনিটে তিনি মারা যান। তার  নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে শুক্রবার দুপুর ২টা ৫ মিনিটের সময় বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের আ. বারেক (৫৫) করোনা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি গত ১৪ জুন হাসপাতালে ভর্তি হয়ে আইসিইউতে চিকিৎসা নিচ্ছিলেন। তার করোন পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ৭টায় বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের মো. আনোমুল হক মোল্লা (৬৬) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ১৭ জুন তিনি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। তার নুমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডেেকল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, গতকাল শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ রোগীর মৃত্যু হয়। এদের মধ্যে এক জনের নমুনায় নেগেটিভ এসেছে। বাকি দুই জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলেও পিরোর্ট পাওয়া যায়নি। তবে তারা করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

তিনি আরো জানান, গত ২৯ মার্চ থেকে  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ জন রোগী মরা গেছেন। মারা যাওয়া ৩৭ জনের নমুনা পরীক্ষায় নগেটিভ এসেছে। ২১ জন পজেটিভ ছিল এবং  ৭ জনের রিপোর্ট অপেক্ষায় আছে।

এদিকে গত ১৭ মার্চ থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলে হাসপাতালের করোনা ওয়ার্ডে ৪৬৭জন রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে করোনায় আক্রান্ত ১৭০ জন। মাট সুস্থ্য হয়ে ৩১০ জন বাড়ি ফিরেছেন বলে জানানহাসপাতালের পিিরচালক।