বরিশালে করোনা ওয়ার্ডে রোগী বেড়েছে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আশঙ্কজনহারে রোগী বেড়েছে। অন্যদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবেও বেড়েছে করোনা শনাক্তের হার। তবে হাসপাতালের করোনা ওয়ার্ডে বিগত ২৪ ঘন্টায় কোন রোগী মৃত্যুর ঘটনা ঘটেনি।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গতকাল বিকেল ৪টা পর্যন্ত করোনা ওয়ার্ডে রোগী ভর্তি ছিলো ১২২জন। এর মধ্যে ২৪ জনের করোনা পজেটিভ। করোনা ওয়ার্ডের ১২টি আইসিইউ বেডের সবগুলোইতেই রোগীতে পরিপূর্ণ। আরও অন্তত ২০জন আছেন আইসিইউ সেবা পাওয়ার অপেক্ষায়।
এর আগের দিন রোববার করোনা ওয়ার্ডে রোগী ভর্তি ছিলো ১১৮জন। যার মধ্যে করোনা পজেটিভ ছিলো ২৬ জনের। ওই দিনও আইসিইউতে ভর্তি ছিলো ১২জন রোগী। গত শনিবার ২৮জন করোনা পজেটিভসহ ১১২জন রোগী ভর্তি ছিলো করোনা ওয়ার্ডে। ওই দিনও আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন ১২জন মুমূর্ষু রোগী।
অপরদিকে গত ২৪ ঘন্টায় (রোববার) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ১৭৪ জনের নমূনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪০জনের। শনাক্তের হার ২২ দশমিক ৯৮ভাগ। এর আগের দিন গত শনিবার ১৭৪ জনের নমূনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছিলো ২১ দশমিক ২৬ ভাগ।
পরিচালক কার্যালয়ে করোনা তথ্য সংরক্ষণের দায়িত্বে থাকা জে. খান স্বপন জানান, প্রতিদিনই করোনা ওয়ার্ডে রোগীর চাপ বাড়ছে। মেডিকেল কলেজের পিসিআর ল্যাবেও বাড়ছে শনাক্তের হার। গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে কোন রোগী মারা যায়নি বলে তিনি জানান।
গত বছরের ১৭ মার্চ থেকে গতকাল পর্যন্ত বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৩ হাজার ৪৯২জন রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০০ জনের। যার মধ্যে ১৪৬ জনের করোনা পজেটিভ ছিলো বলে জানিয়েছেন হাসপাতালের করোনা তথ্য সংরক্ষক।