বরিশালে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া শুরু

বরিশালে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া শুরু

কোভিড-১৯ করোনা সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় বরিশাল মহানগরীতে টিকার বুস্টার ডোজ দেয়া শুরু হয়েছে।

শনিবার পহেলা জানুয়ারি সকাল সাড়ে ১০টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়াম কেন্দ্রে বুস্টার ডোজ টিকা কার্যক্রম শুরু হয়। 

এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো. এইচএম সাইফুল ইসলাম সহ অন্যান্যরা।

বরিশাল মহানগরীতে ২ হাজার টিকা নিয়ে প্রথমবারের মত বুস্টার ডোজ প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে ১৭’শ জন রেজিস্টেশনের ম্যাসেজ পেয়েছে। তাদের মধ্যে স্বাস্থ্য কর্মী, প্রশাসন সহ সম্মুখ সারীর মানুষ সহ ৬০ বছরের উর্ধ্বে তাদেরকে আজ থেকে এই টিকা দেয়া হচ্ছে। 

বরিশাল নগরীর তিনটি কেন্দ্র শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়াম, বিভাগীয় পুলিশ হাসপাতাল এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এ টিকা প্রদান করা হচ্ছে।