বরিশালে করোনা সংক্রমণ প্রতিরোধ ও স্বাস্থ্যবিধি রক্ষায় অভিযান

বরিশালে করোনা সংক্রমণ প্রতিরোধ ও স্বাস্থ্যবিধি রক্ষায় অভিযান

বরিশালে করোনা সংক্রামণ প্রতিরোধ এবং স্বাস্থ্যবিধি রক্ষায় পৃথক ভ্রাম্যমান আদালত চালিয়েছে জেলা প্রশাসন।

রবিবার বেলা ১১টা থেকে নগরীর  বিভিন্ন এলাকায় ২ টি মোবাইল অভিযান চালায় বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাকী দাস ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান।
 
অভিযান পরিচালনা কালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাকী দাস সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় ১০ ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান কে ২০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

অপর একটি অভিযানে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩ জন ব্যক্তিকে ১২০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। 

অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুটি টিম আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।