বরিশালে কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাসামগ্রী বিতরণ

বরিশালে করোনা পরিস্থিতিতে নিষেধাজ্ঞার সময় ৩৩৩ নম্বরে ফোন করা এক হাজার কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাসামগ্রী বিতরণ করেছে বরিশাল জেলা প্রশাসন
সোমবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় নগরীর বরিশাল শিল্পকলা একাডেমিতে শুভেচ্ছাসামগ্রী বিতরণ করা হয়।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এম.পি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, জাতির পিতা স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, যা বাস্তবায়নে তার সুযোগ্য কণ্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। দেশে আইনশৃঙ্খরা রক্ষায় প্রশাসন, পুলিশ বাহিনী, সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। যার জন্য বাংলাদেশ বিশ্বের বুকে সম্মানজনক অবস্থানে রয়েছে
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করেন। এ কারণেই করোনার এ পরিস্থিতির মধ্যেও তিনি আপনাদের কথা চিন্তা করে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছেন। এছাড়া দেশের মানুষ যাতে ভ্যাকসিন পায় সে কারণে তিনি প্রথম থেকেই কাজ করে যাচ্ছেন।
প্রতিমন্ত্রী জাহিদ বলেন, ভ্যাকসিনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন ভাবেই টাকার কথা চিন্তা করেননি। তার নির্দেশনায় আমেরিকায় যখন ভ্যাকসিন প্রদান শুরু হয় বাংলাদেশেও কিন্তু একই সময় ভ্যাকসিন প্রদান শুরু হয়। শুরুর দিকে ভারতের ভ্যাকসিন আমরা দিলেও হঠাৎ করে ভারতে করোনা বেড়ে যাওয়ায় আমাদের ভ্যাকসিন প্রদান কার্যক্রম বাধার মুখে পড়ে। যদিও পরবর্তীতে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দ্রুত অন্যান্য দেশ থেকে ভ্যাকসিন আনা হয়।
তিনি আরও বলেন, সবাই মাস্ক পরবেন। মাস্কের কোন বিকল্প নেই। মাস্কই পারে করোনা প্রতিহত করতে।
এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ, বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রাজ্জাক, ব্যাব-৮ এর অধিনায়ক জামিল হাসান, বরিশালের পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, বিসিবির ডিরেক্টর আলমগীর খান আলো,বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক প্রমুখ।