বরিশালে কারাতে প্রশিক্ষন ক্যাম্পের উদ্বোধন

বরিশালে জেলা ভিত্তিক কারাতে প্রশিক্ষন ক্যাম্পের উদ্বোধন হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের হলরুমে প্রশিক্ষন ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় বাংলাদেশ কারাতে ফেডারেশন ওই ক্যাম্পের আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান এবং জেলা ক্রীড়া কর্মকর্তা মো. হোসাইন আহমেদ।
গত বৃহস্পতিবার শুরু হওয়া সপ্তাহব্যাপী কারাতে প্রশিক্ষন ক্যাম্পে ৪ জন নারী সহ মোট ২০জন অংশগ্রহন করছে। আগামী ২১ অক্টোবর এই প্রশিক্ষন ক্যাম্প সমাপ্ত হবে।