বরিশালে কিশোরী ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

বরিশালে কিশোরী ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
বরিশালের হিজলা উপজেলায় এক নাবালিকা কিশোরী ধর্ষণের দায়ে ওই রায় দেন বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ। রায়ে আদালত জরিমানার টাকা আদায়পূর্বক তা নির্যাতনের শিকার কিশোরীকে দেওয়ারও নির্দেশনা দেন।
রায় প্রদানের সময় আসামী বরুন চন্দ্র মাঝি আদালতে অনুপস্থিতিত ছিলেন।দন্ডপ্রাপ্ত বরুণ চন্দ্র মাঝি হিজলা উপজেলার বাহেরচর এলাকার ননী মাঝির ছেলে।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর বিকেলে আসামী বরুন ওই কিশোরীর বাড়িতে কেউ না থাকার সুযোগে কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি বরুণকে জানালে সে এ ঘটনার দায় নিতে অস্বীকার করে। এ ঘটনায় ২০১০ সালের ২ জুন হিজলা থানায় মামলা দায়ের করেন ওই কিশোরীর বাবা। হিজলা থানার উপ-পরিদর্শক মহসিন উদ্দিন ২০১০ সালের ১৯ আগস্ট আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ট্রাইব্যুনালে ৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রদান শেষে ওই রায় ঘোষণা করেন বিচারক।
রায়ের সময় আসামী পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা এবং গ্রেপ্তারী পরোয়ানা জারীর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।