বরিশালে কৃষক দলের লিফলেট বিতরণ

বরিশালে কৃষক দলের লিফলেট বিতরণ

নিত্যপন্য মূল্যে উর্ধ্বগতি এবং জালানী তেলের মূল্য বৃদ্ধিসহ গণপরিবহন ও লঞ্চের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিদেশে চিকিৎসার দাবিতে জনসমর্থন আদায়ে বরিশালের বিভিন্ন হাটবাজার এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেছে কৃষক দল।

শনিবার সকাল ১১ টায় সংগঠনের বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা শেষে লিফলেট বিতরণ করেন তারা।
নগরীর ফরিয়াপট্টি, পোর্টরোড, নিউ সদরঘাট রোড এবং কলাপট্টি সহ বিভিন্ন হাটবাজার ও সড়কে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন কৃষক দল নেতৃবৃন্দ। 

লিফলেট বিতরণকালে জেলা কৃষকদলের আহবায়ক এইচএম মোহসীন আলম, সদস্য সচিব শফিউল আলম সফরুল, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম আনোয়ার, মো. আল আমিন, মহানগর কৃষক দলের আহবায়ক আ. রশিদ চৌধুরী, যুগ্ম আহবায়ক মো. জসিম ও সেলিম মাঝি, কোতয়ালী থানা কমিটির সদস্য সচিব সাইদুর রহমান লিটু এবং সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেলিম মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।