বরিশালে কেয়ারগিভিং কোর্সের শিক্ষার্থীদের সার্টিফিকেট ও মেডিক্যাল উপকরণ বিতরণ

ডিডাব্লিউ এফ নার্সিং কলেজে বরিশাল কেয়ারগিভিং কোর্সের ১ ম ও ২ য় ব্যাচের শিক্ষার্থীদের সার্টিফিকেট ও মেডিক্যাল উপকরণ বিতরণ করা হয়।
গতকাল ১৮ জুলাই মঙ্গলবার বিকেলে ৪ টায় বরিশাল নগরের সিএন্ডবি রোডস্থ ডিডাব্লিউ এফ নার্সিং কলেজ এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
দেশে ও দেশের বাইরে সম্ভাবনাময় এক নতুন পেশা ১৮০০ কেয়ারগিভার তৈরির লক্ষ্য নিয়ে ৩২ টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ADB এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে SEIP প্রকল্পেরর কেয়ারগিভিং প্রশিক্ষণ কার্যক্রম ২০২২ সাল থেকে পরিচালনা করে আসছে। SEIP প্রকল্পটি বাংলাদেশ সরকারের একটি ফ্লাগশীপ প্রোগ্রাম।
ডিডাব্লিউএফ নার্সিং কলেজ এর কেয়ারগিভিং প্রোগ্রামের ১ম ও ২য় ব্যাচের সার্টিফিকেট ও মেডিকেল উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর সিনিয়র মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও মুখ্য সমন্বয়কারী, SEIP প্রকল্প মোঃ জিয়াউদ্দিন ইকবাল এবং সভাপতিত্ব করেন ডিডাব্লিউএফ নার্সিং কলেজ এর চেয়ারম্যান অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম।
প্রধান অতিথিকে উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা জানান অধ্যাপক জহিরুল ইসলাম পরে তাকে সন্মাননা স্মারক দেয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ জিয়াউদ্দিন ইকবাল বলেন জনমিতির সুবিধা অর্জনকারী হিসেবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ তরুণ জনশক্তিকে দক্ষ শ্রমশক্তিতে রুপান্তর করার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সরকার কাজ করছে এবং পিকেএসএফ সহযোগী হিসেবে এ সংশ্লিষ্ট কর্মসূচী বাস্তবায়ন করছে। যুবদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান বিষয়ক SEIP প্রকল্পটি পিকেএসএফ এর একটি অন্যতম কার্যক্রম যার মধ্য দিয়ে সারা বাংলাদেশে ৩০,০০০ এর বেশি তরুণকে দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে এবং তারা অধিকাংশ দেশে ও দেশের বাইরে বিভিন্ন কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত হয়েছে। কেয়ারগিভারদের উদ্দেশ্যে তিনি বলেন যারা এই প্রশিক্ষণ গ্রহণ করে কেয়ারগিভার এর মত মহৎ পেশায় নিযুক্ত হবে তাদেরকে অবশ্যই ধৈর্য্য, সহমর্মিতা এবং অপরকে সাহায্য করার মানসিকতা থাকতে হবে। নিজেকে দক্ষ কেয়ারগিভার হিসেবে গড়ে তোলার মাধ্যমে এ পেশায় সম্পৃক্ত হবার পাশাপাশি নিজ পরিবারের অসুস্থ পিতা-মাতার সেবায় কেয়ারগিভারের ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের আলোর সম্পাদক সাইফুর রহমান মিরণ।বাংলাদেশ প্রাইভেট নার্সিং কলেজ এন্ড এলাইড হেলথ্ সার্ভিস প্রোভাইডার ইনস্টিটিউট ওনার্স এসোসিয়েশন এর সাধারন সম্পাদক ও ডিডাব্লিঊএফ নার্সিং কলেজ এর চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম বলেন কেয়ারগিভিং কোর্স করে দেশের বাইরে কাজের সুযোগ রয়েছে সেটার সুবিধা আপনারা উপভোগ করতে পারেন। স্বাস্থ্য শিক্ষা নিয়ে ডিডাব্লিউ এফ নার্সিং এডুকেশন গ্রুপ কাজ করেন এ গ্রুপ আপনাদের সবসময় পাশে থাকবে।
অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট নার্সিং কলেজ এন্ড এলাইড হেলথ্ সার্ভিস প্রোভাইডার ইনস্টিটিউট ওনার্স এসোসিয়েশন এর সভাপতি ও সাইক গ্রুপের চেয়ারম্যান আবু হাসনাত মোঃ ইয়াহিয়া।আরও উপস্থিত ছিলেন আনোয়ার - মুজাহিদ নার্সিং কলেজ এর চেয়ারম্যান ও বাংলাদেশ প্রাইভেট নার্সিং কলেজ এন্ড এলাইড হেলথ্ সার্ভিস প্রোভাইডার ইনস্টিটিউট ওনার্স এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন, বাংলাদেশ প্রাইভেট নার্সিং কলেজ এন্ড এলাইড হেলথ্ সার্ভিস প্রোভাইডার ইনস্টিটিউট ওনার্স এসোসিয়েশন এর দপ্তরে সম্পাদক মোঃ মুরাদ হুসাইন। এসইপির পোগ্রাম কো অর্ডিনেটর মোঃ আরিফ হোসেন, ডিডাব্লিউ এফ পোগ্রাম পরিচালক সজল চৌধুরী, ডিডাব্লিউ এফ নার্সিং কলেজে এর অধ্যক্হ বাসন্তী রানী এবং ডিডাব্লিউএফ নার্সিং কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শেষে দুই ব্যাচের ৩৬ জন উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট সহ মেডিক্যাল উপকরণ দেয়া হয়।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ) সহযোগিতায় প্রকল্প বাস্তবায়ন করে ডিডাব্লিউ এফ নার্সিং কলেজ বরিশাল