বরিশালে ক্রীড়াবিদদের মাঝে অনুদানের চেক বিতরণ

বরিশালে ক্রীড়াবিদদের মাঝে অনুদানের চেক বিতরণ


বরিশালে করোনার কারণে ক্ষতিগ্রস্ত ১২ জন ক্রীড়াবিদকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসনের সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। 

জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ছাড়াও বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. হোসাইন আহমেদ এবং সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ।

অনুষ্ঠানে করোনার কারণে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন ১২জন ক্রীড়াবিদকে ২ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
এদিকে পৃথক এক অনুষ্ঠানে বরিশালের বানারীপাড়ার উদয়কাঠী ইউনিয়নের খলিল খাঁ এর ছেলে থ্যালাসেমিয়ায় আক্রান্ত মো. আবদুল্লাহ’র (৮) চিকিৎসা সাহায্যার্থে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। আবদুল্লাহ’র অভিভাবকরা অনুদানের চেক গ্রহণ করেন।