বরিশালে খেলাঘরের দেয়ালিকা উৎসব

বরিশালে খেলাঘরের দেয়ালিকা উৎসব


 
চিন্তায় মননে মুক্তিযুদ্ধ এই প্রত্যয় নিয়ে বরিশালে খেলাঘরের আয়োজনে দেয়ালিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলাঘরের ১৪টি আন্তঃআসরের সদস্যরা দেয়ালিকা প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

 মঙ্গলবার সকাল নয়টায় সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে প্রতিযোগিতার ভার্সুয়াল উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাদরসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মো: আমিনুল ইসলাম খান। 

খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, শিশু সংগঠক শ্রী জীবন কৃষ্ণ দে,  সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, খেলাঘর বরিশাল জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী সেলিনা, বর্তামন সাধারণ সম্পাদক তৌছিক আহমেদ রাহাত, উৎসব উদযাপন পর্ষদ এর আহবায়ক মো. সমশের আলী লিটু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একসময় এই দেয়ালিকার বেশ প্রচলন ছিল। তখন লেখক তৈরীর প্রথম সোপানও বলা যায় দেলায় পত্রিকাকে। সময়ের ব্যবধানে তা বিলুপ্ত প্রায়। খেলাঘরের এই দেয়ালিকা প্রতিযোগিতা শিশুদের মেধা ও মনন বিকাশে ব্যাপক ভূমিকা রাখবে।
বক্তারা বলেন, শিশুরা এখন ঝুঁকে পড়েছে অসম্ভব প্রতিযোগিতামূলক কোচিং-এর প্রতি। 

অনুষ্ঠানে অংশ নেয়া প্রতিথযশা কবি হেনরী  স্বপন বলেন, তার লেখালেখাখির শুরু হয়েছিল খেলাঘরের দেয়ালিকা দিয়ে। চলমান মৌলবাদী আগ্রাসন এবং কুপমন্ডুকতার থেকে বের হতে খেলাঘরের আয়োজনে এই দেয়ালিকা প্রতিযোগিতা বেশ ভূমিকা রাখবে।