বরিশালে গণনাট্য সংস্থার প্রতিবাদ সমাবেশ

বরিশালে গণনাট্য সংস্থার প্রতিবাদ সমাবেশ

দেশের বিভিন্ন স্থানে পূজা মন্ডপে হামলা-ভাংচুর-লুট-ধর্ষন ও হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা গণনাট্য সংস্থার ব্যানারে শুক্রবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা গণনাট্য সংস্থার সভাপতি শাহ্ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মো. জাফর তালুকদার, বীরেন রায়, কমরেড সাইদুর রহমান, নুরুল আমিন খান, হারুন অর-রশিদ, মাহাবুবুল আলম, এ,কে আজাদ, সঞ্জিব সিংহ ভ্রমন, অধ্যক্ষ বিমল চক্রবর্তী, সজল চক্রবর্তী ও শ্যামল চক্রবর্তী প্রমুখ।

বক্তারা কাউকে দোষারোপ না করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই সাম্প্রদায়িক শক্তিকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। আগামীতে বাংলার মাটিতে যাতে কোন অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে লক্ষ রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান তারা।