বরিশালে গাফ্ফার চৌধুরীর স্মরনে নাগরিক শোকসভা ২ জুন

বরিশালের কৃতি সন্তান একুশের গানের রচয়িতা গাফ্ফার চৌধুরীর স্মরনে বরিশালে নাগরিক শোক সভা আয়োজন করা হয়েছে।
আগামী ২ জুন বৃহস্পতিবার বরিশাল জেলা শিল্প কলা একাডেমিতে সন্ধ্যা ৬ টায় এ অনুষ্ঠানের আয়োজন করেছে বরিশাল সিটি করপোরেশনের সহযোগিতায় নাগরিক পর্ষদ।
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম. খালিদ এছাড়াও পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মন্জু,বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.মো.ছাদেকুল আরেফিন বরিশাল নাগরিক পরিষদের যুগ্ম আহবায়ক নজমুল হোসেন আকাশ।অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করবেন বরিশালের সর্বস্তরের নাগরিক বৃন্দ
গাফ্ফার চৌধুরীর স্মরনে নাগরিক শোক সভা উপলক্ষে গত ২৯ মে রাতে রবিবার নগরীর কালী বাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে বিসিসি মেয়র বরিশালের নানা পর্যায়ের নাগরিকদের নিয়ে প্রস্ততিমূলক সভা করে।