বরিশালে চলছে জীবাণুনাশক পানি স্প্রে কার্যক্রম

বরিশালে চলছে জীবাণুনাশক পানি স্প্রে কার্যক্রম

বরিশালে লকডাউনের চতুর্থ দিনে রাস্তায় জীবাণুনাশক পানি স্প্রে করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে জীবাণুনাশক পানি স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

পরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি দিয়ে নগরীর প্রধান প্রধান সড়কে জীবাণুনাশক পানি স্প্রে করা হয়। করোনা সংক্রমণ ঠেকাতে এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।