বরিশালে ছাত্র মৈত্রীর প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বরিশালে ছাত্র মৈত্রীর প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে।
আজ (৬ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্রমৈত্রী'র ৪২ বর্ষপূর্তি উপলক্ষে সরকারি বিএম কলেজ শাখার আয়োজনে রেলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএম কলেজ শাখার সভাপতি আরাফাত হোসেন শাওন এর সভাপত্বিতে সাধারণ সম্পাদক ইমন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক ছাত্র নেতা, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির অন্যতম নেতা কমরেড মোজাম্মেল হক ফিরোজ, সাবেক সহ-সভাপতি ও বরিশাল জেলার সাবেক সভাপতি মিন্টু দে, সাবেক কেন্দ্রীয় সদস্য পাপিয়া আফরোজ, বরিশাল জেলা সহ সভাপতি শরিয়াতউল্লাহ্,সহসাধারণ সম্পাদক আশিকুল করিম ঋতু ও সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন প্রমূখ।
বক্তারা,মাদক ও দুর্নীতি, সাম্প্রদায়িকতা মুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলা এবং শিক্ষাখাতে ২৫% বাজেট বরাদ্দসহ অবিলম্বে ছাত্র সংসদ দিয়ে ছাত্রদের অধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানান। আলোচনা সভা শেষে একটি রেলি ক্যাম্পাস প্রদক্ষিন করে।