বরিশালে ছাত্রদলের ঝটিকা বিক্ষোভ মিছিল

বরিশালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে ঢাকা বিশ^বিদ্যালয়ে ছাত্রদলের খাদ্য বিতরত কর্মসূচিতে হামলার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের এক পক্ষ বিক্ষোভ মিছিল করেছে। ছাত্রদলের অপর পক্ষ মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের ব্যানার ছিনিয়ে নিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে নগরীর অক্সফোর্ড মিশন রোডের সন্মুখ থেকে জেলা ও মহানগর ছাত্রদলের ব্যানারে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বটতলা হয়ে আদম আলী হাজীর গলির সম্মুখে গিয়ে শেষ হয়।
এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে ঢাকা বিশ^বিদ্যালয়ে ছাত্রদলের খাদ্য বিতরণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে জেলা ছাত্রদলের ব্যানারে বেলা ১১টার দিকে নগরীর সদর রোডের অশি^নী কুমার হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা চেষ্টা করে নেতাকর্মীরা। তবে মিছিল শুরুর আগেই সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের ব্যানার ছিনিয়ে নেয়। এ সময় পুলিশ সদস্যরা ছাত্রদল নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়