বরিশালে ছাত্রদলের ১৫ নেতাদের বিরুদ্ধে মামলা

ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগে বরিশাল মহানগর ছাত্রদল সভাপতি এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আহত ছাত্রদল নেতা শাহাজাদা মোল্লা বাদী হয়ে গত সোমবার কোতয়ালী মডেল থানায় এই মামলা দায়ের করেন।
মামলায় মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনি, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক কামরুল আহসান, বরিশাল কলেজ ছাত্রদলের আহবায়ক রফিকুল ইসলাম টিপু, ছাত্রদল কর্মী জসীম উদ্দিন তালুকদার, আল আমিন মৃধা, মো. মাহফুজ এবং রাহাত আবদুল্লাহ ফকিরের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮ জনকে আসামি করা হয়েছে। কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, আসামিদের সাথে বাদীর (শাহাজাদা মোল্লা) দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলে আসছিলো। এর জের ধরে গত ১৮ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে নগরীর কলেজ এভিনিউ এলাকায় শাহাজাদা মোল্লাকে কুপিয়ে আহত করে তারা। স্বজনরা তাকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বাহক মারফত লিখিত অভিযোগ থানায় পাঠিয়ে মামলা দায়ের করেন তিনি। চিকিৎসায় সুস্থ হয়ে বাসায় ফেরেন আহত শাহাজাদা।