বরিশালে জাতীয় ভোট দিবস পালিত

বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয় এই শ্লোগানে বরিশালে আলোচনা সভার ও নতুন ভোটারদের মাঝে স্মাট কার্ড বিতরণের মধ্যে দিয়ে জাতীয় ভোট দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় আঞ্চলিক, জেলা ও উপজেল নির্বাচন কার্যালয়ের আয়োজনে জাতীয় নির্বাচন দিবস উপলক্ষে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মুখে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন বরিশালের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নুরুল আলম।
পরে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আবদুল মান্নান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, বরিশাল অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: সোহেল সামাদ ও সেক মো: জালাল উদ্দিনসহ অন্যরা।
সভা শেষে ৬০ জন নূতন ভোটারের হাতে জাতীয় পরিচয় পত্র তুলে দেয়া হয় এবং ৫০ জন নূতন ভোটারের নাম নিবন্ধন করা হয়েছে।