বরিশালে টপ টেন শো রুমে লুটের মামলায় গ্রেপ্তারকৃতদের জামিন না মঞ্জুর

বরিশালে টপ টেন শো রুমে লুটের মামলায় গ্রেপ্তারকৃতদের জামিন না মঞ্জুর

বরিশাল নগরীর সদর রোডের অভিজাত পোষাক বিতান টপ টেন শো রুমে হামলা-ভাঙচুর ও লুটের মামলায় কারান্তরীণ ১৯ আসামীর জামিন না মঞ্জুর করেছেন আদালত।
 বুধবার বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালতের বিচারক মো. আনিছুর রহমান শুনানী শেষে আসামীদের জামিন না মঞ্জুর করেন। 

আদালত সূত্র জানায়, গত ৭ মার্চ বিকেলে টপ টেন শো রুমে হামলা-ভাঙচুর এবং লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ৮ মার্চ বরিশাল কোতয়ালী মডেল থানায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন টপ টেন শো রুমের ম্যানেজার ইমরান শেখ। এ ঘটনায় পুলিশ দুই দিনে মোট ১৯ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। 

বুধবার তাদের জামিন শুনানী অনুষ্ঠিত হয়। আসামী পক্ষে শুনানী করেন জেলা আইনজীবী সমিতির সম্পাদক রফিকুল ইসলাম খোকনসহ কয়েকজন আইনজীবী। আদালত শুনানী শেষে তাদের জামিন না মঞ্জুর করেন।