বরিশালে টিআইবি-সনাকের প্রকল্প অবহিতকরণ সভা

বরিশালে টিআইবি-সনাকের প্রকল্প অবহিতকরণ সভা

বরিশালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটির আয়োজনে পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেইনস্ট করাপশন; টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

 মঙ্গলবার বিকেল ৩টায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ওই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান (অতিরিক্ত সচিব)।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম, বিভাগীয় উপপরিচালক (স্বাস্থ্য) ডা: শ্যাামল কৃষ্ণ মন্ডল, বিভাগীয় পরিচালক-পরিবেশ অধিদপ্তর মো: আবদুল হালিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশালের আঞ্চলিক উপপরিচালক মো: আনোয়ার হোসেন।

সনাক সদস্য সাইফুর রহমান মিরণ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল এর সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা। টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর কাজী শফিকুর রহমান তার উপস্থাপনায় প্যাকটা প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম, আওতাভুক্ত খাতসমূহ, প্রকল্পের অংশীজন, বাজেট ও বাস্তবায়ন পদ্ধতি সর্ম্পকে বিস্তারিত উপস্থাপন করেন।

স্বাগত বক্তব্যে সনাক সভাপতি বলেন, প্যাকটা প্রকল্পটি তথ্য-প্রযুক্তি নির্ভর কমিউনিটি ভিত্তিক একটি প্রকল্প, যা কমিউনিটির জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে যোগসূত্র স্থাপনের মাধ্যমে কার্যকর ও টেকসই দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে এগিয়ে নেবে। দাতা সংস্থার অর্থায়নে প্রকল্পটি বাংলাদেশের ৪৫টি সনাক এলাকায় বাস্তবায়িত হবে। টিআইবি একটি জন-অংশগ্রহণমূলক আন্দোলন পরিচালনা করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে বারবার তার শুন্য সহিষ্ণু অবস্থান ঘোষণা করেছেন। প্যাকটা প্রকল্পটি বাংলাদেশ সরকারের বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২১-২০২৫ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)’র সাথে সংগতিপূর্ণ। শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, পরিবেশ এবং নির্মাণ খাতসমূহ এ প্রকল্পের কাজের আওতাভুক্ত হবে।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান বলেন- দুর্নীতি সমাজের সকল স্তরকে ক্ষতিগ্রস্ত করে, তাই সকলে মিলেই এটিকে প্রতিহত করতে হবে। আমাদের স্ব-স্ব ধর্মীয় অনুশাসন মেনে পরিবার থেকেই দুর্নীতিবিরোধী চর্চা চালিয়ে যেতে হবে এবং সকলকে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হতে হবে। শিক্ষার্থীদেরকে ভাল মানুষ হওয়ার প্রতিযোগিতায় অংশ নিতে হবে। তিনি টিআইবি’র প্যাকটা প্রকল্পকে স্বাগত জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন- সকল স্তরে স্বচ্ছ, কার্যকর ও দায়বদ্ধ প্রতিষ্ঠানের বিকাশ, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ঘোষিত ‘‘কাউকে ছাড় দেওয়া হবে না’ এই অঙ্গীকার আমাদেরকেই বাস্তবায়ন করতে হবে। সনাক-টিআইবি’র প্যাকটা প্রকল্পের কাজ সফলভাবে এগিয়ে নিতে সকলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম বলেন- সেবা প্রদান করার ক্ষেত্রে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে। অ্যাকাউন্টেবিলিটি ও ট্রান্সপারেন্সি। সবাই যেন জানতে পারে আমরা কি সেবা প্রদান করছি, কিভাবে সেবা প্রদান করছি। তিনি প্রতিষ্ঠান প্রধানদের স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
প্রকল্প অবহিতকরণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উপদেষ্টাবৃন্দ, সনাক এর সাবেক সভাপতি ও বর্তমান সদস্যবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধি, সনাক এর ইয়েস সদস্যবৃন্দ, টিআইবি’র প্রতিনিধিবৃন্দ।