বরিশালে টিসিবি’র পন্য কিনতে ভীড়

বরিশালে টিসিবি’র পন্য কিনতে ভীড়

বরিশালে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ টিসিবি’র পন্য কিনতে স্বল্প আয়ের মানুষের লাইন দীর্ঘ হচ্ছে। লাইনে ভীড় বেড়ে যাওয়ায় করোনা সংক্রামণের ঝুঁকিও বেড়েছে। 

এদিকে ৩-৪ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও টিসিবির পন্য না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। তারা ট্রাকের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পন্যের পরিমানও বাড়ানোর দাবি জানিয়েছেন। টিসিবি’র ডিলাররা বলছেন স্বাস্থ্যবিধি এবং শারীরিক দূরত্ব রক্ষা করে পন্য বিতরণের চেষ্টা করছেন তারা। টিসিবি থেকে দেয়া পন্য বিতরণ শেষ হয়ে গেলে অতিরিক্ত মানুষকে পন্য দেয়ার ব্যবস্থা নেই তাদের কাছে।