বরিশালে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

বরিশালে একটি বেসরকারি ক্লিনিকে নবজাতক প্রসবের সময় রুবি বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন মৃতের স্বজনরা। কিছু সময় হট্টগোল হলেও পরে মৃতের লাশ নিয়ে বাড়ি ফিরে যান স্বজনরা। এ ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কোতয়ালি মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে নগরীর সিএন্ডবি রোড চৌমাথা এলাকার সেন্ট্রাল হসপিটালে এ ঘটনা ঘটে। মৃত রুবি বেগম নগরীর ২৮ নম্বর ওয়ার্ড কাশীপুর দিয়াপাড়া এলাকার রাকিব সিকদারের স্ত্রী।
রোগীর স্বজন সুমন সিকদার জানান, রুবি বৃহস্পতিবার সকালে অসুস্থতা বোধ করলে তাকে সেন্ট্রাল হসপিটালে ভর্তি করা হয়। তখন কর্তব্যরত ডাক্তার জানান জরুরিভাবে সিজারিয়ান অপারেশন করতে হবে তার। তখনও স্বাভাবিক ছিলেন রুবি। অপারেশন থিয়েটারে সন্তান প্রসব করেন রুবি। নবজাতক স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। কিছুক্ষণ পর প্রসূতিকে তার নির্ধারিত কক্ষে নেওয়া হলেও তিনি অজ্ঞান ছিলেন। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে ডাক্তার ও নার্স রোগীকে ইনজেকশন দেন। এর কিছুক্ষণ পরই রোগী মারা যান।
তখন ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে ক্ষুব্ধ হয়ে ওঠেন তার স্বজনরা। এ ঘটনা নিয়ে হট্টগোল হয় সেখানে। তাদের দাবি, কর্তৃপক্ষ রোগীর কোনো পরীক্ষা-নিরীক্ষা না করিয়েই সিজারিয়ান অপারেশন করেছে। পরীক্ষার কাগজপত্র চাইলে তারা ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারির একটি পুরনো রিপোর্ট বের করে দেন। এতে সন্দেহ হয়, তাদের যাবতীয় চিকিৎসা ব্যবস্থাই ভুয়া। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেন। এ বিষয়ে কোনো কথা বলতে অপারগতা জানিয়েছে সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষ।
এদিকে হট্টগোলের খবর পেয়ে কোতয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।