বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা স্থিতাবস্থায়

বিগত তিন দিন ধরে বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগির সংখ্যা স্থিতাবস্থায় রয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যানবিদ বলেছেন, আজকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নতুন ভর্তি রোগির সংখ্যা হলো ৬৭ জন। এই সংখ্যা মঙ্গলবারে ছিল ৬৬ জন আর সোমবারে ছিল ৬৮ জন। এই দপ্তর থেকে পাওয়া আরো তথ্য অনুযায়ী চব্বিশ ঘন্টায় শেরেবাংলা চিকিৎসা মহাবিদালয় হাসপাতালে ৪১ জন নিয়ে বিভাগের জেলা, উপজেলা ও বেসরকারী হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৬৭ জন রোগি।
এই হাসপাতালগুলোয় বর্তমানে নতুন ও পুরাতন মিলিয়ে ২’শ ১৩ জন রোগি চিকিৎসা নিচ্ছে। এনিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের উপ পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব কিছুটা কম হলেও সেপ্টেম্বরের পর অনেকটা কমে আসবে বলে আশা প্রক্শ করছি।