বরিশালে ঢিলেঢালা লকডাউন

বরিশালে ঢিলেঢালা লকডাউন

বরিশালে সীমিত লকডাউনের তৃতীয় দিনে রাস্তাঘাটে মানুষজনের চলাচল বেড়েছে। দূরপাল্লার যানবাহন বন্ধের সুযোগে রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, অটোরিক্সা এবং থ্রি হুইলারে দ্বিগুণ-তিনগুণ ভাড়ায় চলাচল করতে বাধ্য হচ্ছেন মানুষ। অপরদিকে প্রশাসনের শিথিলতার সুযোগে নিত্য পণ্য এবং ওষুধের দোকান ছাড়াও অন্যান্য দোকানপাঠ খুলতে শুরু করেছে। তবে মাস্ক ব্যতিত রাস্তায় বের হলে এবং অপ্রয়োজনীয় দোকান খুললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।