বরিশালে তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ ও পরিবীক্ষণ সংক্রান্ত মতবিনিময়

বরিশালে তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ সংক্রান্ত বরিশাল জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ১২ টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নিজস্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মসূচি হয়।
সভায় বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক, বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বরিশাল স্থানীয় সরকারের উপপরিচালক গৌতম বাড়ৈ, নারীনেত্রী প্রফেসর শাহ সাজেদা, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বরিশাল জেলার বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করা হয়। পরে অতিথিরা প্রতিবেদনের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।