বরিশালে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

বরিশালে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

বরিশালে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) উদ্ভাবিত ‘উচ্চ ফলনশীল আমন ধানের জাত পরিচিতি, ফসলের উৎপাদন বৃদ্ধি এবং বীজ সংরক্ষণ পদ্ধতি’ শীর্ষক ওই কৃৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১০টায় ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন বিনা ময়মনসিংহ কেন্দ্রের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জেল ইসলাম।

বিনা উপকেন্দ্র ও আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে আয়োজিত প্রশিক্ষণটি বরিশালে জেলার বাবুগঞ্জের রহমতপুর বিনা উপকেন্দ্রে অনুষ্ঠিত হয়। 

রহমতপুর বিনা উপকেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং কর্মসূচি পরিচালক ড. মো. সিদ্দিকুর রহমান, বরিশাল ব্রি আঞ্চলিক কার্যালয়ের সিএসও ড. আলমগীর হোসেন, রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফি উদ্দিন, ময়মনসিংহ বিনা মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাবিবুর রহমান।

প্রশিক্ষণে বরিশাল সদর, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার ৭৫ জন কৃষক অংশগ্রহণ করেন। প্র্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে বিনা উদ্ভাবিত উন্নত জাতের ধানের বীজ বিতরণ করা হয়।