বরিশালে দেড় হাজার দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বরিশালে দেড় হাজার দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বরিশালে করোনা সংকট মোকাবেলায় দেড় হাজার দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ । 

শুক্রবার ৫ নভেম্বর বিকাল ৪ টায়  জেলা প্রশাসন ও প্রাইম ব্যাংক এর আয়োজনে নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে করোনা সংকট মোকাবেলায় দেড় হাজার দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। 

উপহার সামগ্রী হিসেবে চাল ৭ কেজি, ডাল ২ কেজি, আটা ২ কেজি, চিনি ১ কেজি, লবন ১ কেজি দেওয়া হয়। শাখা ব্যবস্থাপক প্রাইম ব্যাংক লিমিটেড বরিশাল শাখা মোহাম্মদ ফরিদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ও এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রাইম ব্যাংক লিমিটেড মোঃ জিয়াউর রহমান, হেড অব ব্রান্ড এন্ড কমিউনিকেশন প্রাইম ব্যাংক লিমিটেড সালেক শাহরিয়ারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।