বরিশালে দেবী বন্ধনায় ‘রূপে রূপান্তরে মহামায়া’

বরিশালে দেবী বন্ধনায় ‘রূপে রূপান্তরে মহামায়া’

বরিশালে ৫ম বারের মতো শুভ মহালয়া উদযাপনেকে ঘিরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার মধ্যে  আকর্ষন হিসেবে থাকছে বরগুনার এক ঝাঁক তরুণ শিল্পীদের পরিবেশনায় গীতিআলেখ্য ‘রূপে রূপান্তরে মহামায়া’। পরিবেশনায় ‘চিত্রাঙ্গদা বরগুনা’।

আগামীকাল রবিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৬টায় অগ্রগামী যুব সংঘের আয়োজনে নগরীর স্ব-রোডের রাধা গোবিন্দ নিবাস মন্দিরে চন্ডীপাঠ ও আগমনী সংগীত, নৃত্যের পরে গীতিআলেখ্য পরিবেশনা করা হবে।

গীতিআলেখ্যে কোরিওগ্রাফি করেছেন- চন্দিমা দেয়া ও দীপ্ত শীল বাঁধন।

অন্যান্য শিল্পীদের মধ্যে রয়েছেন- অর্পিতা দে, মনীষা সিকদার, দীপান্বিতা সিঁথি, শর্মিষ্ঠা শর্মি, পারমিতা, সুদেব বিশ্বাস, সৈয়দ সুমন, জয়, প্রকাশ দত্ত, আরাফাত সানি, নূরে আলম রিফাত এবং চানক দেব রিদম।

এদিকে মহালয়ার দিন থেকেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে থাকে।  হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই দিনে কৈলাশ থেকে মা দুর্গা পিতৃগৃহে আগমন করেন। তাই মহালয়া থেকে দূর্গা উৎসবের আমেজ শুরু হয়। 

আগামী পহেলা অক্টোবর থেকে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এবার বরিশাল জেলায় ৬০০টি ও মহানগরে ৪৫টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।