বরিশালে দেশীয় অস্ত্রসহ ৪ কিশোর সন্ত্রাসী আটক

বরিশালে দেশীয় অস্ত্রসহ ৪ কিশোর সন্ত্রাসী আটক

বরিশাল নগরীর কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছুরি, চাকু, লোহার পাইপ ও খেলনা পিস্তলসহ কিশোর সন্ত্রাসী চক্রের ৪ জনকে আটক করেছে র‌্যাব-৮। শনিবার রাতে আটককৃতরা হলো নগরীর সিএন্ডবি রোডের কাজীপাড়া এলাকার আব্দুস ছালাম শরীফের ছেলে হাফিজুর রহমান রুমি, একই এলাকার হাবুল হাওলাদারের ছেলে উজ্জল হাওলাদার, জসিম গাজীর ছেলে হৃদয় গাজী এবং শেরেবাংলা সড়কের ইদ্রিস সরদারের ছেলে আরিফুর রহমান।

রবিবার দুপুরে র‌্যাব-৮ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ কিশোর সন্ত্রাসীকে আটক করেন তারা। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একই এলাকায় গোপন আস্তানায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র। জিজ্ঞাসাবাদ শেষে রবিবার সকালে তাদের কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

র‌্যাব আরও জানায়, সম্প্রতি নগরীতে ওই কিশোর গ্যাং চক্রটি সক্রিয় হয়ে ওঠে। এরা বিভিন্ন সময়ে মারধর, ছিনতাই, ইভটিজিং, গ্যাং কালচারসহ বিভিন্ন অপরাধ করে আসছিলো। এছাড়া চক্রটি নগরীতে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করে।