বরিশালে নগরে স্বাস্থ্য বিধি মেনে জুমার নামাজ আদায়
স্বাস্থ্য বিধি মেনে সারা দেশের ন্যায় বরিশালেও জুমার নামাজ আদায় করেছে ধর্মপ্রান মুসল্লিরা।
নামাজের আযানের পূর্বেই প্রতিটি মসজিদে মুসল্লিদের বাসা থেকে ওযু করে হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহারের জন্য অনুরোধ করা হয়।
এ ছাড়া ধর্ম মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী বাসা থেকে সুন্নত নামাজ আদায় করার পাশাপাশি মসজিদে জায়নামাজ নিয়ে প্রবেশে বাধ্যতামূলক করা হয়।
এমনকি মসজিদেও প্রতি মুসল্লিদের মধ্যে সামাজিক দূরুত্ব বজায় রাখার নির্দেশনা দেয় মসজিদের ঈমামগন।
পরে নামাজ শেষে গোটা জাতিকে করোনা থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া মোনাজাত করা হয়।