বরিশালে নবাগত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের যোগদান

আনুষ্ঠানিকভাবে বরিশালে যোগদান করলেন নবাগত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।
সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে বিদায়ী জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
নবাগত জেলা প্রশাসক এর আগে সুনামগঞ্জ জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। তাছাড়া তিনি বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি ও একাধিক উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ ও বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীরপ্রতিকসহ সরকারি বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।