বরিশালে নমূনা পরীক্ষায় রেকর্ড ৫৭.৫২ ভাগ শনাক্ত

বরিশালে নমূনা পরীক্ষায় রেকর্ড ৫৭.৫২ ভাগ শনাক্ত


বরিশালে করোনা সংক্রামইের হার অস্বাভাবিকভাবে বেড়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের রিপোর্টে ৫৭ দশমিক ৫২ ভাগ নমূনা করোনা পজেটিভ হয়েছ। যা আশঙ্কাজনক সংক্রামণের রেকর্ড।

মঙ্গলবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের দেওয়া পিপোর্ট থেকে ওই তথ্য পাওয়া গেছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত সোমবার ১৮৬ জনের নমূনা পরীক্ষা হয়। গতকাল রাতে এই পরীক্ষার রিপোর্টের ফলাফল প্রকাশ হয়। এতে দেখা যায়, ১৮৬ জনের মধ্যে ১০৭ জনের নমূনা পজেটিভ হয়েছে। যার সংক্রামণের হার ৫৭ দশমিক ৫২ ভাগ। গত বছরের ৮ মে বরিশাল মেডিকেল কলেজে পিসিআর ল্যাব চালুর পর এটাই সর্বোচ্চ সংক্রামণ। 

এর আগে গত ১৯ এপ্রিলের রিপোর্টে ১৮৭ জনের নমূনা পরীক্ষায় ৫১জনের করোনা পজেটিভ ছিলো। সংক্রামণের হার ছিলো ২৭ দশমিক ২৭ ভাগ। ১৮ এপ্রিলের রিপোর্টে ১৮৫ জনের নমূনা পরীক্ষায় ৭৮ জনের রিপোর্ট পজেটিভ ছিলো। সংক্রামণের হার ছিলো ৪২ দশমিক ১৬ ভাগ। ১৭ এপ্রিল ১৮৪ জনের নমূনা পরীক্ষায় ৮৫ জনের রিপোর্ট পজেটিভ হয়। সংক্রামণের হার ছিলো ৪৬ দশমিক ১৯ ভাগ। গত ১৬ এপ্রিলের রিপোর্টে ১৭৭ জনের মধ্যে করোনা পজেটিভ হয় ৪৯ জনের। সংক্রামণের হার ছিলো ২৭ দশমিক ৬৮ ভাগ।

 বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় করোণা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন ছিলেন করোনা আক্রান্ত। গতকাল মঙ্গলবার হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৪১ জন রোগী। যার মধ্যে ৫১জন করোনায় আক্রান্ত।