বরিশালে নানা আয়োজনে শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী উদযাপন

বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস নানা আয়োজানের মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখান শহীদ শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল এসএম আক্তারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আয়োজনের শেষ হয়।
অন্যদিকে দিবসটি উপলক্ষ্যে শেখ রাসেল এর ম্যুরালে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং বিকালে দোয়া মোনাজাতের আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্, বরিশাল জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. একেএম জাহাঙ্গীর সহ মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে স্মারক বৃক্ষরোপন, কেক কাটা, আলোচনা সভার মাধ্যমে শেখ রাসেল দিবস উদ্যাপন করা হয়। দুপুর ২ টায় স্মারক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। দিবসটি উপলক্ষে বিশ^বিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে দুপুর আড়াইটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।