বরিশালে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

বরিশালে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

করোনায় অনলাইন ব্যবসায় ক্রেতাদের যথেষ্ট সারা পাচ্ছেন বরিশালের নারী উদ্যোক্তারা। তাদের দাবি, দিন দিন অনলাইন ব্যবসার প্রতি মানুষের আগ্রহ ও আস্থা বাড়ছে। তাই অনলাইন ব্যবসায় উদ্যোক্তা হয়ে শিক্ষিত নারীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ নিতে পারেন। 

বরিশাল নগরীর একটি রেস্তোরায় বুধবার অনলাইন উদ্যোক্তা গ্রুপ ‘বাই অ্যান্ড সেল বিজনেস কমিউনিটি’ টিম বরিশালের মিলনমেলায় এসব কথা বলেন উদ্যোক্তারা। 

অর্ধশত নারী উদ্যোক্তা এতে অংশগ্রহণ করে তাদের অভিজ্ঞতা, সমস্যা-সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরেন। 
উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন গৃহবধূ, শিক্ষার্থী এবং উচ্চশিক্ষা শেষ করা নারীরা। তারা অনলাইনে বিক্রি করছেন খাদ্য সামগ্রী, মাটির তৈজসপত্র, গাছের চারা, ল্যাপটপ ও পোশাক সামগ্রী প্রভৃতি। 

‘বাই অ্যান্ড সেল বিজনেস কমিউনিটি’র টিম বরিশালের মডারেটর মণীষা ঘোষ পূঁজা ও তানজিলা শারমিন বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে নতুন উদ্যোক্তাদের মধ্যে ব্যবসা পরিচালনার কৌশলগুলো প্রচার করা। তাদের সমস্যাগুলো চিহিৃত করে সমাধানের পথ খুঁজে দেয়া। 

পড়াশোনা শেষ করে নারীরা যাতে উপর্জনের পথ নিজেরাই সৃষ্টি করতে পারেন সে রকম সুযোগ তৈরি করতে চান তারা।