বরিশালে নারী নেত্রী আয়শা খানমের নাগরিক শোকসভা

বরিশালে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি, নারী আন্দোলনের অভিভাবক, গণতান্ত্রিক, মানবিক, সাংস্কৃতিক এবং প্রগতিশীল আন্দোলনের পুরোধা ব্যাক্তিত্ব নারী নেত্রী আয়শা খানমের মৃত্যুতে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তার স্মরণে শোক বইতে মন্তব্য ও স্বাক্ষর করেন নাগরিকরা।
বুধবার বেলা ১১টায় নগরীর অশি^নী কুমার হল চত্বরে সামাজিক প্রতিরোধ কমিটি বরিশালের ব্যানারে ওই নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়।
নাগরিক শোক সভার শুরুতে নারী নেত্রী বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের প্রতিকৃর্তিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
নাগরিক শোক সভায় বক্তারা বলেন, আয়সা খানম কেবল একজন নারী নেত্রী নয়। বাংরাদেশের মুক্তি সংগ্রামের একজন অনন্য যোদ্ধা। প্রগতিশীল সকল আন্দোলন সংগ্রামের সামনের সারির নেত্রী আয়শা খানম। অবহেলিত নারীদের এগিয়ে নিয়ে যেতে আজন্ম তিনি কাজ করেছেন। বাঙালি সংস্কৃতি এবং অসাম্প্রদায়ীক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম একজন আয়শা খানম। নারী শিক্ষা এবং নারীর মর্যাদা পতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখে গেছেন আয়শা খানম। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী আয়শা খানম নারীদের পিছিয়ে রাখতে দেওয়া সকল ফতোয়ার বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে সংগঠকের ভূমিকা নিয়ে নারী জাগরণের কথা বলে গেছেন। মুক্ত চিন্তার মানুষ গড়ে তুলতে এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনের একজন আয়শা খানম মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি প্রগতিশীল বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করেছেন।
বরিশাল সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি ও মহিলা পরিষদ বরিশালের সহসভাপতি অধ্যাপক (অবঃ) শাহ্ সাজেদার সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিশদ বরিশাল শাখার সভাপতি রাবেয়া খাতুন, সহ-সভাপতি নুরজাহান বেগম, সাধারণ সম্পাদিকা পুস্প চত্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, বরিশাল সদর উপজেলা বিএনপি সভাপতি অ্যাড, এনায়েত হোসেন বাচ্চু, বরিশাল জেলা গণফোরাম সভাপতি অ্যাড. হিরন কুমার দাস মিঠু, বাংলাদেশ ওয়াকার্স পার্টি জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, (কবি) আসমা চৌধুরী, প্রবীন শিক্ষক নেতা দাশ গুপ্ত আশিষ কুমার, বরিশাল জেলা ট্রেড ইউনিয়ন সাধারণ সম্পাদক অ্যাড. একে আজাদ, প্রবীণ উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, খেলাঘর বরিশাল জেলার সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশ, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, টিআইবি কর্মকর্তা মনিরুল ইসলাম, সংস্কৃতিক ও উন্নয়ন কর্মী শুভংকর চক্রবর্তী, নারী নেত্রী ও বিসিসি ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর কহিনুর বেগম, নারী নেত্রী নিগার সুলতানা হনুফা।
এর আগে বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইতে আগত বিভিন্ন ব্যাক্তিরা স্বাক্ষর করে তাদের নিজস্ব মতামত প্রকাশ করেন।