বরিশালে নিউ লাইফ মাদক নিরাময় কেন্দ্র পরিদর্শন করলেন ডিজি আব্দুস সবুর মন্ডল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিজি) মহাপরিচালক আব্দুস সবুর মন্ডল বরিশালে দি নিউ লাইফ মাদকাসক্তি ও মানসিক রোগ চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেছেন।
রবিবার, ২২ মে দুপুরে নগরীর সি এন্ড বি রোডের ১ নং সিএন্ডবি পুল এলাকায় অবস্থিত নিউ লাইফ কার্যালয় পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি দক্ষিণাঞ্চলে মাদকাসক্তি ও মানসিক রোগ নিরাময়ে দি নিউ লাইফের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন । এ সময় কেন্দ্রে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন ,পাশাপাশি কাউন্সিলিংয়ের বিষয়টি গুরুত্বসহকারে দেখার নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আঞ্চলিক পরিচালক পরিতোষ কুমার কুন্ডু, বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আল মামুন, উদীচী বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, এটিএন বাংলার বরিশাল ব্যুরো প্রধান হুমায়ুন কবির, দি নিউ লাইফ এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা জুয়েল, পরিচালক ইয়াসির আরাফাত বাদশা, ডাক্তার মোঃ গালিব, দি নিউ লাইফ এর প্রোগ্রাম অফিসার মোঃ এনায়েত উল্লাহ,প্লাবন সাহা, মোহাম্মদ রাকিব খান,তৌসিফ আহমেদ মুণাজ, ফাইজুল হক সহ অন্যান্য কর্মকর্তা , নার্স,কর্মচারীগণ , টেকনোলজিস্ট, উপস্থিত ছিলেন।