বরিশালে নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট। মিছিল-সমাবেশ শেষে একই দাবিতে জেলা প্রশাসনের মাধ্যমে স্বরাস্ট্র মন্ত্রী বরাবর স্মরকলিপি দেন তারা।
মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশি^নী কুমার হল চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শম্পা দাস।
বক্তব্য রাখেন জেলা ছাত্রফ্রন্ট সদস্য নিলিমা জাহান, জেলা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক নবীন আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্কসবাদী) বিশ্ববিদ্যালয় শাখা আহ্বায়ক সুজয় বিশ্বাস, ব্রজমোহন (বিএম) কলেজ শাখা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কিশোর কুমার বালা প্রমূখ।
বক্তারা বরিশালসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাস ও দখলদারিত্ব মুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।