বরিশালে নেশাজাতীয় ইনজেকশনসহ আটক ১

বরিশালে নেশাজাতীয় ইনজেকশনসহ আটক ১


বরিশালে ৯০৫ অ্যাম্পুল নেশাজাতীয় ইনজেকশনসহ সোহাগ মোল্লা নামে একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
রোববার দুপুরে মহানগর পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।


আটক সোহাগ মোল্লা বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের চরবালিগা এলাকার মৃত মোক্তার আলী মোল্লার ছেলে।


মিডিয়া সেল থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে নগরীর বান্দ রোডস্থ বিআইপি গেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সোহাগ মোল্লাকে আটক করা হলে তার হেফাজত থেকে পাঁচ প্রকারের ৯০৫ অ্যাম্পুল নেশাজাতীয় বিভিন্ন প্রকারের ইনজেকশন উদ্ধার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।