বরিশালে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের গণসংযোগ

বরিশালে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের গণসংযোগ

 

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।

শুক্রবার ৯ জুন নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা মার্কাস মসজিদে জুম্মার নামাজ আদায় করে মুসুল্লিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন খোকন সেরনিয়াবাত। 

পরে প্রতিটি কেন্দ্রে থাকা এজেন্টদের সাথে তিনি মতবিনিময় সভা করেন। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম, কেবিএস আহমেদ কবির ও আনিস উদ্দীন শহিদ এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।