বরিশালে পত্রিকা বিক্রয়কর্মীদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ

বরিশালে প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে অসহায় সংবাদপত্র বিকয়কর্মীদের মাঝে ত্রাণ হিসেবে খাদসামগ্রি তুলে দেওয়া হয়েছে। বরিশালের জেলা প্রশাসক এসএম অজির রহমান পত্রিকা বিক্রয়কর্মীদের হাতে ওই সহযোগিতা তুলে দেন।
রোববার বেলা সাড়ে ১১টায় বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ৫০জন সংবাদপত্র বিক্রয়কর্মীর হাতে ওই ত্রাণ সহায়তা তুলে দেন জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিরশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, দৈনিক ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরণ, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, বরিশাল সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মো. মাজহারুল ইসলাম বাদলসহ সংবাদপত্র বিক্রয়কর্মীরা।
খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, সবাই নিরাপদে সামাজিক এবং শারীরিক দূরত্ব বজায় রাখবেন। বাইরে বের হলে অবশ্যই মাক্স ব্যবহার করবেন। আগামী ঈদুল আজ হা যেন সবার ভালো কাটে সেজন্য অবশ্যই সকলকে করোনায় সতর্ক এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।