বরিশালে পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বরিশালে পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান (২০১৫-১৬) চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষা দ্রুত গ্রহণ এবং বিগত পরীক্ষার ফল প্রকাশসহ চলমান ৫টি বিষয় মূল্যায়ন করে ফল প্রকাশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশালের বিভিন্ন কলেজের স্নাতক সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রজমোহন (বিএম) কলেজের বিভিন্ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী পার্থ সরকার, ইলিয়াস হোসেন, মিজানুর রহমান, প্রদীপ সরকার, মো. মিলন। 

বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান (অনার্স) ২০১৫-১৬ শিক্ষা বর্ষের ৫টি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখনও ৪টি পরীক্ষা বাকী রয়েছে। করোনার কারণে যথাসময়ে পরীক্ষা হয়নি। এ কারণে শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারছে না। তারা স্নাতক সম্মান (২০১৫-১৬) চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষা দ্রুত গ্রহণ এবং বিগত পরীক্ষার ফলসহ চলমান ৫টি বিষয় মূল্যায়ন করে ফল প্রকাশের দাবি জানান।