বরিশালে পর্বতারোহী রেশমা হত্যাকারীদের বিচার দাবি

বরিশালে পর্বতারোহী রেশমা হত্যাকারীদের বিচার দাবি

বরিশালে পর্বতারোহী, দৌড়বিদ ও সাইক্লিস্ট রেশমা নাহার রত্নার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার এবং  সাইক্লিস্টদের পৃথক লেন করাসহ নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ আগস্ট ২০২০, শুক্রবার সকাল ৯টার দিকে রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান রেশমা নাহার রত্না।

শুক্রবার সকাল সাড়ে ১১ টায় বরিশাল ম্যারাথন কমিটির উদ্যোগে নগরীর সদর রোডে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সভাপতি অনিমেষ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক যোয়েল কর্মকার, বিপ্লব দাস, আশরাফুর রহমান, সঞ্জিব দাস প্রমুখ। বক্তারা সাইক্লিস্ট রেশমা নাহার রত্না হত্যার বিচার এবং সাইক্লিস্টদের জন্য পৃথক লেনের দাবি জানান।