বরিশালে পৃথক ভ্রাম্যমান আদালত, সেনা-র্যাব-পুলিশের টহল, চেকপোস্ট

বরিশালে শারীরিক দূরত্ব নিশ্চিতকরণ সংক্রান্ত ভ্রাম্যমান আদালতের কার্যক্রমে বিভ্রান্তি ছড়ানোর দায়ে এক ব্যক্তিকে কারাদ- দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব না মেনে দোকানে আড্ডা দেওয়ায় দুই দোকানীকে জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনা-র্যাব-পুলিশ চেকপোস্ট ও টহল চালিয়েছে।
গতকাল সোমবার সকালে নগরীর বাংলা বাজার এলাকায় অলিউর রহমান চিশতিকে (৪৫) শারীরিক দূরত্ব নিশ্চিতকরণ সংক্রান্ত ভ্রাম্যমান আদালতের কার্যক্রমে বিভ্রান্তি ছড়ানোর দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান পরিচালিত ভ্রাম্যমান আদালত।
অন্যদিকে শারীরিক দূরত্ব না মেনে দোকানে আডড্ডাসহ গনজমায়েতের সুযোগ করে দেয়ায় নগরীর আমতলা মোড় ও সাগরদী ব্রাঞ্চ রোডে ২ দোকানীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এছাড়া পৃথক ভ্রাম্যমান আদালত বিভিন্ন সড়কের মোড়ে, পার্কে, টিসিবি ও খাদ্য বিভাগের পন্য বিক্রির স্থানে জটলা ছত্রভঙ্গ করে করোনা সংক্রামণ এড়াতে সবাইকে নিজ নিজ ঘরে থাকার জন্য হ্যান্ড মাইকে প্রচারনা চালায়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান ও মো. নাজমুল হুদার নেতৃত্বে গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে পৃথক ওই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
মো. জিয়াউর রহমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত পুলিশের সহায়তায় নগরীর সদর রোড, বাংলাবাজার, চৌমাথা, নথুল্লাবাদ ও কাশীপুর এলাকায় অভিযান চালায়। এ সময় যেখানেই গণজমায়েত দেখেন সেখানেই থেমে থেমে করোনা সংক্রামন এড়াতে সবাইকে নির্দিষ্ট শারীরিক দূরত্ব মেনে চলতে এবং নিজ নিজ ঘরে থাকতে হ্যান্ড মাইকে উদ্বুদ্ধ করেন ভ্রাম্যমান আদালত।
নগরীর বাংলাবাজার এলাকায় গণজমায়েত বিরোধী এবং শারীরিক দূরত্ব নিশ্চিতকরণ সংক্রান্ত কার্যক্রম চলাকালে ভ্রাম্যমান আদালতের কর্মকান্ড নিয়ে নেতিবাচক কথাবার্তা বলে বিভ্রান্তি ছড়ায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান স্থানীয় বাসিন্দা অলিউর রহমান চিশতিকে (৪৫) ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। দন্ড ঘোষণার পরপরই তাকে কারাগারে নিয়ে যায় পুলিশ।
অপরদিকে র্যাবের সহায়তায় মো. নাজমুল হুদার নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত নগরীর আমতলা, সাগরদী, রূপাতলী ও কালিজিরা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় যেখানেই গণজমায়তে দেখেন সেখানেই থেমে থেমে করোনা এড়াতে সবাইকে শারীরিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ ঘরে থাকতে উৎসাহিত করেন। নগরীর আমতলা মোড়ে ও সাগরদী ব্রাঞ্চ রোডে মুদী কাম চায়ের দোকানে গণজমায়েত সৃষ্টি করায় জনগণকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। ভীড় করা ও আড্ডা দেওয়ায় ফিরোজ স্টোরকে ৩ হাজার এবং আইউব আলী স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।
এদিকে গণজমায়েত রোধ এবং শারীরিক দূরত্ব নিশ্চিত করতে বরিশালে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের জোড়দার টহল চলছে। ট্রাফিক পুলিশ বিভিন্ন মোড়ে মোড়ে ও গুরূত্বপূর্ণ সড়কে চেকপোস্ট স্থাপন করে নির্দেশ অমান্যকারী যান আটকে দিচ্ছেন। তারা জনগণকে শারীরিক দূরত্ব বজায় রাখাসহ ঘরে থাকতে উৎসাহিত করেন। নির্দেশ অমান্যকারী যানের বিরুদ্ধে ব্যবস্থাও নেয় তারা।
প্রয়োজন হলে জনগণের ঘরে ঘরে বিভিন্ন সামগ্রি এবং জরুরী সেবা পৌঁছে দেওয়ার ঘোষণা দেন বরিশাল মেট্রোপুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদার। তবুও সবাইকে ঘরে থাকার আহ্বান জানান তিনি।