বরিশালে পৃথক ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড

বরিশালে পৃথক ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড

বরিশালে সামাজিক দুরত্ব না মেনে দুই শতাধিক লোকের উপস্থিতিতে সিগারেট বিক্রি কার্যক্রম পরিচালনা করায় বৃটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানী লিমিটেডের স্থানীয় ২জন সুপরভাইজারকে ১মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

এছাড়া পৃথক ভ্রাম্যমান আদালত করোনা এড়াতে সরকারি নির্দেশ অমান্য করায় ৫টি বিভিন্ন ধরণের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় এবং জনসচেতনতা সৃষ্টি করেন।

বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর পুলিশ লাইন রোডে বৃটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানী লিমিটেডের স্থানীয় পরিবেশক মেসার্স জে আহমেদ এন্ড কোম্পানীতে অভিযান চালিয়ে ওই দন্ড দেয় ভ্রাম্যমান আদালত।

করোনা এড়াতে সরকারি নির্দেশ বাস্তবায়নে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক দুটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বরিশাল জেলা প্রশাসন।

পুলিশের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান ও শরীফ মো. হেলাল উদ্দিনের নেতৃত্ব নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন পৃথক ভ্রাম্যমান আদালত। 

সকাল সাড়ে ১১ টার দিকে নগরীর পুলিশ লাইন রোডে বৃটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানী লিমিটেডের স্থানীয় পরিবেশক মেসার্স জে আহমেদ এন্ড কোম্পানীর কর্মকর্তারা ২ শতাধিক কর্মচারী জড়ো করে সিগারেট বিপনন করছিলো। খবর পেয়ে জিয়াউর রহমানের ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালিয়ে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারেন কোম্পানীর পক্ষ থেকে তাদের ফোন করে জড়ো করা হয়েছে। অপ্রয়োজনীয় দ্রব্যাদীর জন্য জনসমাগম ঘটানো এবং ভাইরাসের ঝুঁকি বৃদ্ধি করায় মেসার্স জে আহমেদ এন্ড কোম্পানীর ২ সুপারভাইজার কেএম নয়ন ও মারুফ হোসেনকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেন জিয়াউর রহমানের ভ্রাম্যমান আদালত। 

এছাড়া নগরীর ব্রাউন্ড কস্পাউন্ড, আমতলা মোড়সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপ্রয়োজনে দোকান খোলা রেখে জনসমাগম ঘটানোয় ৫টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেন পৃথক ভ্রাম্যমান আদালত। 


সরকারি নির্দেশ বাস্তবায়নে জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।