রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি পালন করেছেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচিতে বরিশাল জেলার ৬ টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।
গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় বরিশাল নগরের সদর রোডস্থ অশ্বিনী কমুার হল চত্ত্বরে অবস্থান করে কর্মসূচি পালন করে তারা।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন বরিশাল জেলার সভাপতি শফিউল ইসলামের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য নুরুজ্জামান খান, জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, বিভাগীয় যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান সুপন, সাংগঠনিক সম্পাদক কাওসার হোসেন প্রমূখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, অবিলম্বে বেতন-ভাতা ও পেনশন সুবিধাসহ সকল প্রকার সরকারি সুবিধা বাংলাদেশ সরকারের রাজস্ব তহবিল থেকে দিতে হবে। কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচি চলার পাশাপাশি গতকাল মঙ্গলবার ৬টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত পৌরসভাসমূহের সড়ক বাতি, কনজারভেন্সী সেবাসহ অন্য সকল দাপ্তরিক বেসবা বন্ধ থাকবে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান সাংগঠন নেতারা। তাদের একদফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান সুপন বলেন, বরিশাল জেলার ৬টি পৌরসভার পাশাপাশি বিভাগের ২৭টি পৌরসভায় আজ ওই কর্মসূচি চলছে। এ কর্মসূচিতে বরিশাল জেলার ৫ শত কর্মকর্তা-করমচারীসহ বিভাগের ২ হাজার ৩০০ কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেছে। গতকাল সোমবার সকাল ৯ টায় স্ব স্ব পৌরসভা কার্য়ালয় চত্বরে অবস্থান নিয়ে তাঁরা কর্মবিরতি পালন শুরু করেন, যা চলে বিকল ৫টা পর্যন্ত ।