বরিশালে প্রশান্তির বৃষ্টি

তীব্র তাপদাহের পর বরিশালে এক ঝলক প্রশান্তির বৃষ্টি। বিগত কয়েক দিন ধরে তাপদাহে অতিষ্ট বরিশাল নগরবাসী। এক পসলা বৃষ্টির জন্য হাহাকার সবার মাঝে। সেই হাহাকার একটু হলেও প্রশান্তি এনে দিয়েছে এই বৃষ্টি।
সোমবার (২৪ মে) রাত সাড়ে ৮টায় গুঁড়ি গুঁড় বৃষ্টির ফোঁটা পরতে শুরে করে তার কিছু সময় পরে দমকা হাওয়ার সঙ্গে শুরু মাঝরি ধরনের বৃষ্টি। এতে জেলার তাপমাত্রা কিছুটা কমেছে। স্বস্তিও ফিরেছে জনজীবনে।
পথচারী সঞ্জু ভোরের আলোকে বলেন, তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পরেছিলাম। আমাদের বৃষ্টি খুব দরকার ছিলো। তবে এই অল্প সময়ের বৃষ্টিতে একটু হলেও তাপমাত্রা কমেছে।
বরিশাল আবহাওয়া অধিদফতরের সিনিয়র পর্যবেক্ষক মো: মাসুদ রানা রুবেল জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বরিশালে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বরিশালে বজ্রসহ ভারি এবং অতিভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সোমবার বিকাল তিনটা পর্যন্ত বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।