বরিশালে প্রাথমিক শিক্ষার টেকসই মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বরিশালে প্রাথমিক শিক্ষার টেকসই মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার টেকসই মানোন্নয়নের লক্ষে নগরীর চহুতপুর ইস্কান্দার শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকদের নিয়ে অভিাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টিআইবির উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি ওই সামাবেশ আয়োজন করে। মুক্ত আলোচনায় শিক্ষার্থীদের অভিভাবকরা চহুতপুর ইস্কান্দার শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।

রোববার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশালের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল।

প্রধান অতিথির বক্তব্যে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার টেকসই মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের সচেতনতাই পারে একটি বিদ্যালয়ের কাঙ্খিত পরিবর্তন ঘটাতে। আমরা অত্যন্ত আনন্দিত যে, সনাক-টিআইবি আমাদের সাথে একই প্রত্যাশা নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন।

অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা ফয়সল জামিল ও উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা উম্মে হাবিবা ঊর্মি অভিভাবকবৃন্দ কর্তৃক উত্থাপিত বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার প্রতি গুরুত্বারোপ করে বলেন, ‘আমরা সকলে সম্মিলিতভাবে কাজ করলে এই বিদ্যালয়টিকে মডেল বিদ্যালয়ে রুপান্তরিত করতে পারবো’। 

সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদার সভাপতিত্বে অনুষ্ঠিত অভিবাবক সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির সদস্য (সাবেক সনাক সভাপতি) প্রবীণ শিক্ষাবিদ অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার টেকসই মানোন্নয়নের লক্ষে অভিভাবকদের ভূমিকা অগ্রগণ্য এই বিষয়ের উপর গুরুত্বারোপ করে সমাবেশে বক্তব্য প্রদান করেন সনাক সদস্য জীবন কৃষ্ণ দে, সাইফুর রহমান মিরণ, চহুতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চয় কুমার খাঁন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মো: তাহিরুল ইসলাম, সনাক সদস্য রেবেকা সুলতানা। স্বাগত বক্তব্য দেন, চহুতপুর ইস্কান্দার শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শরীফা তাজ।বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়া, নৈতিকতা ও ধর্মীয় অনুশাসন মেনে ভালো মানুষ হওয়ার জন্য অভিভাবকদের আরো সচেতন হতে আহবান জানান। তারা বলেন-অত্র প্রাথমিক বিদ্যালয়টি আপনাদের, শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার মহান ব্রত নিয়ে আপনারাই এই প্রতিষ্ঠান তৈরী করেছেন।

এই বিদ্যালয়ে আপনার এবং আপনার প্রতিবেশী ও আতœীয় স্বজনদের ছেলে-মেয়েরা লেখাপড়া করে। সেহেতু, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন তথা বিদ্যালয় থেকে সঠিক পাঠদান করা হচ্ছে কিনা সে বিষয়ে আপনাদের সচেতন ও উদ্যোগী হওয়া একান্ত আবশ্যক।মুক্ত আলোচনায় অভিভাবকবৃন্দ চহুতপুর ইস্কান্দার শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তাদের সন্তানদের জন্য কাঙ্খিত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অত্র বিদ্যালয়টিকে নির্বাচন করার জন্য তারা সনাক-টিআইবি’কে ধন্যবাদ দেন।অনুষ্ঠানে

 অভিভাবকদের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন সনাক এর ইয়েস ও এসিজি’র সদস্যবৃন্দ। টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর-সিই মো: আশফাকুর রহমান এর সহযোগিতায় সমাবেশটি সঞ্চালনায় ছিলেন ইয়েস সদস্য মেহেদী হাসান।